হোম > ছাপা সংস্করণ

চোখ এখন তামিম-বিসিবি বৈঠকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপের দল ঘোষণার অপেক্ষায় বিসিবি। কিন্তু টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে? এর উত্তর জানতে বিসিবিকেও অপেক্ষা করতে হচ্ছে, সেটি গত পরশু বলছিলেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। উত্তরটা নির্ভর করছে তামিম ইকবালের সঙ্গে বিসিবির শীর্ষ কর্তাদের বৈঠকের ওপর।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে গতকাল তামিম বৈঠক সেরেছেন বলে গুঞ্জনও ছিল। সেই গুঞ্জনের ডালপালা মেলতেই নতুন খবর, আজ বসতে পারেন তামিম। যদি আজ না-ও বসেন তামিম, সেটি দু-এক দিনের মধ্যে হতে পারে। কারণ, তামিমের পুরোপুরি বেড রেস্টের প্রথম সপ্তাহে সভাটা হওয়ার কথা। আপাতত লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের বিশ্রামে আছেন তিনি। ওদিকে এশিয়া কাপের সময়ও ঘনিয়ে আসছে। বিসিবি অধিনায়ক-ইস্যুতে বেশি অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। করণীয় ঠিক করতে গত পরশু বেক্সিমকো কার্যালয়ে তিন নির্বাচক ও জালাল ইউনুসের সঙ্গে বসেছিলেন পাপন।

অবসর-কাণ্ডের পর বিসিবি চায়, তামিমই জানিয়ে দিন তাঁর সিদ্ধান্ত। একই সঙ্গে জটিল চোটে ভোগা বাঁহাতি ওপেনার শারীরিকভাবে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন সামনের দুটি টুর্নামেন্ট খেলতে, সেটিও জানতে হবে। আর খেলোয়াড় নির্বাচনের আগে অধিনায়কের মতও জানা জরুরি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ