জানা গেছে, গত বৃহস্পতিবার চরকালেখান মাদ্রাসার বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছিল। ওই সময় রাশেদুজ্জামান মৃধার ভাই আসাদ মৃধা ১৫টি টিসিবি কার্ড এবং ২০টি এনআইডি কার্ড নিয়ে ডিলারের কাছে পণ্য চান। ওই সময় পণ্য বিতরণকারীরা একজনের কাছে একাধিক টিসিবি কার্ডের মালামাল দেওয়ার নিয়ম নেই বলে জানান। এতে আসাদ মৃধা ক্ষিপ্ত হন এবং হুমকি দিয়ে চলে আসেন। এর জের ধরে গত শুক্রবার মিয়ারহাট বাজারে চরকালেখান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাশেদুজ্জামান মৃধার নেতৃত্বে ডিলারের সদাইপাতি স্টোরে হামলা চালানো হয়। এতে ডিলার ও তাঁর দুই ভাই আহত হন। এ ছাড়া হামলাকারীরা দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন ডিলার সাহেদ হোসেন।
হামলা ও লুটপাটের ঘটনায় সাহেদ হোসেন বাদী হয়ে রাশেদুজ্জামান মৃধাসহ ১৩-১৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে মুলাদী থানার উপপরিদর্শক কাইউম ও আব্দুর রহমান গলইভাঙা বাজার থেকে এমদাদুল আমিনকে গ্রেপ্তার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।