হোম > ছাপা সংস্করণ

বছর না পেরোতেই ধসে পড়েছে সড়ক

আলমগীর পাঠান, বেলাব

নরসিংদীর বেলাব উপজেলা সদরে প্রবেশপথ মরজাল-পোড়াদিয়া আঞ্চলিক মহাসড়ক। ব্যস্ততম সড়কটির সংস্কারকাজের এক বছর না পেরোতেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। ফাটল ধরেছে অনেক জায়গায়। সড়কটির সংস্কারকাজে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী উপজেলাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, কাজের অনিয়ম এবং সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পর্যবেক্ষণের অভাবে এমনটি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে রায়পুরা উপজেলার একাংশ অর্থাৎ মরজাল বাজার হতে বেলাব উপজেলার পোড়াদিয়া বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কটি মাটি ভরাট ও পাকা করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় ১১৭ কোটি টাকা। সড়কে সংস্কারকাজ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের গড়িমসি করতে থাকে। বিভিন্ন গণমাধ্যমে জনগণের ভোগান্তির খবর প্রচার হতে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের শেষের দিকে কাজটি সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেয়। তবে বছর না পেরোতেই সড়কে দেখা দেওয়া ভাঙন ও ফাটলের কারণে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলার বাসিন্দারা।

এলাকাবাসী বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পাহাড় উজিলাব বাজারে এবং বেলাব বাজারে আর সিসি সিমেন্টের ঢালায় দেওয়ায় কয়েক দফায় কাজ বন্ধ করে দেন তাঁরা। এরপর জনপ্রতিনিধিদের হাত করে ওই ঠিকাদারি সংস্থা তাড়াহুড়ো করে কোনো রকমে কাজটি শেষ করেন। তা ছাড়া, সড়কের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান খরচ কমাতে মাটির পরিবর্তে বালু ব্যবহার করেছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, ঠিকাদারির অনিয়ম আর সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলতার অভাবে রাস্তা অল্প সময়ে ভেঙে গেছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ