হোম > ছাপা সংস্করণ

দুই জেলায় ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ী ও শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

রাজবাড়ীতে বালুবাহী ট্রাকের চাপায় গুপি সাহা নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুপি উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের অমূল্য সাহার ছেলে। এদিন বিকেল ৩টার দিকে মাগুরার শ্রীপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রিফান খান (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। রিফান উপজেলার রাজাপুর গ্রামের জিয়া খানের ছেলে।

রাজবাড়ীর ঘটনায় স্থানীয়রা জানান, জৌকুড়ায় যাত্রী নামিয়ে রাত ১০টার দিকে বাগমারা-জৌকুড়া আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন গুপি। এ সময় বালুবাহী একটি বেপরোয়া ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাকসহ চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এদিকে মাগুরার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে গোয়ালদাহ ঘাট থেকে বালু বোঝাই ট্রাকটি সাচিলাপুর বাজারের দিকে যাচ্ছিল। অপর দিকে রিফান মোটরসাইকেলযোগে পলিথিন কিনতে যাচ্ছিল সাচিলাপুর বাজারের দিকে। বেলা ৩টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সামনে নলখোলা সুইচ গেট ব্রিজ পার হয়ে রাস্তার ওপর আসলে বালুভর্তি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে রিফান গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বিকেল ৫টার দিকে সে মারা যায়।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় বলেন, চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ