হোম > ছাপা সংস্করণ

সাঁকো আর সেতুতে রূপান্তর হয় না

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারানগিরি খালের ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নারানগিরিমুখ ১ নম্বর পাড়ার প্রায় ৮০০ পাহাড়ি বাঙালি জনগণ নারানগিরি খালের ওপর সাঁকোটি ব্যবহার করে নারানগিরি স্কুল, রাইখালী বাজার, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সদরে যাতায়াত করে।

এ ছাড়া জগনাছড়ি, মৈদং পাড়া, ক্যাজাইয়া পাড়া, ডলুছড়ি পাড়ার লোকজনও সাঁকোটি ব্যবহার করে নারানগিরি বৌদ্ধ বিহার, নারানগিরি স্কুল এবং রাইখালী বাজারে যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ, পলু মারমা, নান্টু দাশ, লোকমান, মানিকসহ অনেকে জানান, বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অসংখ্য কোমলমতি স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ আশপাশে বসবাসরত শত শত এলাকাবাসী। বিশেষ করে গর্ভবতী মা-বোন এবং মুমূর্ষু রোগীরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানায়, প্রায় ২ বছর আগে বর্তমান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর নারানগিরি বৌদ্ধ বিহার উদ্বোধনে এসে এই খালের ওপর সেতু নির্মাণের আশ্বাসের পরও তা বাস্তবায়ন হয়নি।

রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, নারানগিরি খালের ওপর ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত স্কুলপড়ুয়া ছেলেমেয়েসহ গ্রামবাসী চলাচল করে।

বর্ষায় সাঁকোটি তিনি একাধিকবার মেরামত করে দিয়েছেন। এই খালের ওপর সেতু হলে এখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এলজিইডি একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

এলজিইডি কাপ্তাইয়ের সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘করোনার কারণে এত দিন এই সেতুর নির্মাণকাজ পিছিয়ে ছিল। তবে শিগগিরই আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ