কোম্পানীগঞ্জ উপজেলায় পাঁচ কৃষক ভর্তুকি মূল্যে পেলেন কম্বাইন্ড হারভেস্টার মেশিন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তাঁদের হাতে মেশিনগুলো তুলে দেওয়া হয়।
কম্বাইন্ড হারভেস্টার পাওয়া পাঁচ কৃষক হলেন পূর্ব ইসলামপুরের লিচু মিয়া, পশ্চিম ইসলামপুরের কাওছার আহমদ, আব্দুল করিম ও আব্দুল বাছির এবং দক্ষিণ রনিখাইয়ের সৈয়দ মিয়া।
কম্বাইন্ড হারভেস্টার মেশিনগুলোর প্রতিটির ক্রয়মূল্য ২৯ লাখ টাকা। সরকার ৭০ শতাংশ ভর্তুকি দেওয়ায় কৃষক এ মেশিন ৯ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করতে পারছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।