কক্সবাজারের উখিয়ার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত ৬০ জন সংরক্ষিত নারী ও সদস্য প্রার্থীরা শপথ নিয়েছেন। গতকাল সোমবার বিকেলে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে তাঁরা শপথ নেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি।
এ সময় আবদুর রহমান বদি বলেন, ‘প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে সাজাচ্ছেন। উখিয়ায় ইতিমধ্যে ৯০ শতাংশ উন্নয়ন প্রকল্পের কাজ শেষের পথে। মাস্টার প্ল্যানের মাধ্যমে জনপ্রতিনিধিদের প্রশাসন ও নিজেদের মধ্যকার সমন্বয় রেখে উন্নয়নযজ্ঞ চালিয়ে নিতে হবে।’
গতকাল উখিয়ার রাজাপালং, পালংখালী, জালিয়াপালং, রত্নাপালং ও হলদিয়া পালং ইউপির ৪৫ ওয়ার্ডের সদস্য ও ১৫টি সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শপথ নেওয়া রাজাপালং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘জনগণের সেবাকে ব্রত হিসেবে নিয়েছি। দ্বিতীয়বারের মতো আমার এলাকার জনগণ আমাকে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব।’
এ সময় ইউপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তাজ উদ্দিন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া প্রমুখ।