হোম > ছাপা সংস্করণ

ধর্ষণচেষ্টার অভিযোগ করে হুমকির মুখে

গৌরনদী প্রতিনিধি

বখাটের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে চরম বিপাকে রয়েছে এক স্কুলছাত্রীর (১৪) পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।

গতকাল শুক্রবার সকালে ওই স্কুলছাত্রী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার বিকেলে বাড়িতে বসে বই পড়ছিল সে। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আধুনা গ্রামের নুর মোহাম্মদ মোল্লার ছেলে সুমন মোল্লা তাদের বাড়িতে ঢুকে পড়ে।

এরপর তাঁর (স্কুলছাত্রী) মুখ চেপে ধরে ঘরে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সুমন পালিয়ে যায়।

ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে সরিকল তদন্ত কেন্দ্রে বখাটে সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এরপর থেকে সুমন ও তাঁর সহযোগীরা তাঁদের অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগ না তুলে নিলে হলে মা-মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এতে পুরো পরিবার আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফোরকান হাওলাদার জানান, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে মাদক সেবনসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ