পাইকগাছায় শাকিল আলী গাজী (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে উপজেলার মটবাটি গ্রামের মো. হাসান আলী গাজীর ছেলে। ৪ অক্টোবর সকালে নিজ বাড়ি মটবাটি থেকে বের হয়ে আর ফেরেনি সে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাবা ১৬ অক্টোবর পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ছেলেটির গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বাড়ি থেকে বের হওয়ার সময় তার কালো রঙের জিন্সের প্যান্ট, খয়েরি রঙের গেঞ্জি পরা ছিল। সে খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে পাইকগাছা থানায় (০১৩২০-১৪০৩১১) যোগাযোগ করার জন্য ছেলেটির বাবা অনুরোধ করেছেন।