হোম > ছাপা সংস্করণ

নন্দীগ্রামে আগুনে পুড়ল দুই দোকান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে আগুন লেগে দুইটি দোকান পুড়ে গেছে। গত সোমবার রাত ১২ টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজারে এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি সার ও কীটনাশকের দোকান আল-আরাফা এন্টারপ্রাইজ ও হার্ডওয়্যারের দোকান মেসার্স মইনুল ট্রেডার্স পুড়ে যায়। এতে ওই দুই দোকান মালিকের ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল-আরাফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসাদুল ইসলাম জানান, ‘অন্যদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে আসি। এর মধ্যে দোকান পুড়ে ছাই হয়ে যায়।’ এতে তাঁর প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী মেসার্স মইনুল ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, তাঁর দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভির হাসান জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ