হোম > ছাপা সংস্করণ

অসময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ

বাবুগঞ্জে ঘূর্ণিঝড় জাওয়াদ ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলার সরিষা, খেসারি, মসুর, গম চাষিদের পাশাপাশি বিপাকে পড়েছেন শাকসবজির বাগান করা কৃষকেরা।

বাবুগঞ্জ উপজেলার অনেক চাষি আক্ষেপ করে বলেছেন টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তাঁদের স্বপ্ন। চাষিরা বলছেন, গত এক সপ্তাহের মধ্যে যারা বোরো বীজতলা করেছিলেন তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তেমনি শাকসবজির বাগান করেছেন যাঁরা তাঁরাও আছেন চিন্তায়। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, এ বছর উপজেলার ১০ হেক্টর জমিতে রোপণকৃত শাক-সবজির ক্ষতি হয়েছে।

চাঁদপাশা গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন সিকদার বলেন, ‘এ বছর আমি ২০ শতাংশ জমিতে টমেটো, বেগুন ও মিষ্টি কুমড়া চাষ করেছি। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে এখন বিপদে পড়েছি। সেচের মেশিন লাগিয়ে জমির পানি নিষ্কাশন করেও লাভ হবে বলে মনে হয় না। অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। লাল শাকে কালো দাগ পড়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাইনি।’

রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের মো. রহিম সিকদার বলেন, ‘এবার আমি ২৯ শতাংশ জমিতে ডাল, সরিষা, লাল শাক, পালন শাক ও বিভিন্ন সবজি রোপণ করেছি। বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে।’

এ ছাড়াও একই এলাকার মো. শহিদ হাওলাদার, মো. হাবিবুর রহমান, আফতাব আলী সহ বেশ কয়েকজন কৃষক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান। উপজেলা কৃষি কার্যালয় থেকে এখনো কোনো পরামর্শ বা প্রণোদনা পাননি বলে অবিযোগ করেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দীন জানান, ‘নিম্নচাপ এবং অসময়ে বৃষ্টির কারণে বাবুগঞ্জ উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক সমাধানের জন্য আমাদের কৃষি অফিসের অনেক লোক মাঠপর্যায়ে কাজ করছেন। তালিকার বাইরে থাকা কৃষকদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না। তাই অনেক কৃষক সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ