হোম > ছাপা সংস্করণ

সিরাজদিখানে জমে উঠেছে প্রচারণা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

চতুর্থে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন।

প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দম ফেলানোর ফুরসত নেই তাঁদের। গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে আলোচনার ঝড় উঠছে কে হচ্ছেন তাদের আগামীর প্রতিনিধি।

গতকাল শনিবার বিকেলে উপজেলার লতব্দী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্ আলী চশমা প্রতীক নিয়ে বিশাল শোডাউন করেছে। অন্যদিকে উপজেলার বয়রাগাদী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম হাবিবুর রহমান সোহাগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলার রশুনিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদের আনারস প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগসহ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণার চিত্র দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। বিধি ভঙ্গের অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ