হোম > ছাপা সংস্করণ

বানিয়াচংয়ে ১২ বছর পর বিএনপির সম্মেলন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের নাজমুল হাসান জাহেদ একাডেমির মাঠে এ সম্মেলন হয়। দীর্ঘ ১২ বছর পর এ উপজেলায় বিএনপির সম্মেলন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিএনপির বানিয়াচং উপজেলা শাখার আহ্বায়ক লুৎফুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান বক্তার হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির কেন্দ্রীয় প্রতিটি অঙ্গসংগঠনের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগগুলোতে প্রকৃত গণ-আন্দোলন গড়ে তুলতে পারলেই প্রকৃত গণতন্ত্র আদায় করা সম্ভব হবে। মনে রাখবেন বিএনপির ইতিহাস-গণতন্ত্র প্রতিষ্ঠা করার ইতিহাস।’

এ সময় তিনি বিনা বিচারে কারাবন্দী খালেদা জিয়া। আন্দোলনের মাধ্যমে তাঁকে কারাগার থেকে মুক্ত করে দেশের গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্য জনসাধারণের নিকট আহ্বান জানান তিনি।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া প্রমুখ। এ সম্মেলনে বিএনপির অঙ্গসংগঠনের ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ