হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বখাটের হামলার শিকার হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে ঘটে।
জানা যায়, ছুটির আগে ও পরে বিদ্যালয়ের আশপাশে একদল বখাটে যুবক আনাগোনা করে। তারা ছাত্রীদের বিভিন্ন সময় কুরুচিপূর্ণ মন্তব্য ও উত্ত্যক্ত করে থাকে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে আসার পথে ৪-৫ জন ছাত্রীকে উত্ত্যক্ত করলে এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। একে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর হামলা চালায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন খান বলেন, ‘এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌখিক ভাবে অভিযোগ দিলে।শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত আসে সেই মোতাবেক ব্যবস্থা নিব।’
এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’