হোম > ছাপা সংস্করণ

এক বছর পর মাকে কাছে পেল শিশুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এক বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে। তার নাম শরীফ মিয়া। সে মা চান বানু ও নানি আমিনা বেগমের সঙ্গে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে বসবাস করত।

গতকাল সোমবার শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ অনেকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈকণ্ঠপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। আশুগঞ্জ থানা-পুলিশ রেললাইনের পাশ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

২৫ দিন পর শিশুটির জ্ঞান ফেরে; কিন্তু সে বাক্শক্তি হারিয়ে ফেলে। মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। হাসপাতালের সার্জারি বিভাগে শিশুটির চিকিৎসা চলছিল। সেখানে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল খান শিশুটিকে লালন-পালন করছিলেন। এক বছরেও শিশুটির পরিবারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

অবশেষে গতকাল সকালে শিশুটির মা ও নানি হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। পরিচয় হিসেবে জন্মনিবন্ধন ও মায়ের সঙ্গে থাকা একটি ছবি দেখান তাঁরা। যাচাই-বাছাই করে দুপুরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

নানি আমিনা বেগম বলেন, ‘শিশুটির নাম শরীফ মিয়া। সে চান বানুর একমাত্র সন্তান। আমার মেয়ের মানসিক সমস্যা আছে। সে যখন আট মাসের অন্তঃসত্ত্বা, তখন তার বাবা তাদের ফেলে চলে যায়। আমি তাদের নিয়ে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে বসবাস করে ভিক্ষা করে চলছি।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান বলেন, শিশুটিকে নিজের সন্তানের মতো হাসপাতালের এক স্টাফ লালন-পালন করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটিকে লালন-পালন করা হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল খান বলেন, ‘নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করেছি। তার প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিয়েছি। দোয়া করি সে যেন ভালো থাকে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ