হোম > ছাপা সংস্করণ

করতোয়া বাঁচাতে ১২৩ কিলোমিটারজুড়ে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত নদীর ১২৩ কিলোমিটার এলাকাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখা ও বেলা নেটওয়ার্ক-এর যৌথ আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় একযোগে নদীর ১৩টি পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে শুরু করে বগুড়ার শিবগঞ্জের গুজিয়া, মহাস্থান ব্রিজ, মাটিডালী, কালিবালা লোহার ব্রিজ, সাতমাথা, এসপি ব্রিজ, বেজোড়া ব্রিজ, শাহজাহানপুরের মাঝিরা, শেরপুরের গাড়িদহ এবং শেরপুর পর্যন্ত এলাকাজুড়ে এই মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত।

করতোয়া রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বেলা, বাপা ও বেলা নেটওয়ার্ক। নদীটি দখল ও দূষণ রোধে স্থানীয় জেলা প্রশাসনের কোনো উদ্যোগ না-থাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষ থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে উচ্চ আদালতে রিট (৬৫০১/২০১৫) করা হয়। শুনানি শেষে আদালত একই বছর আদালত করতোয়া নদীকে অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে নদীতে সব ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভাকে নির্দেশনা দেন। তবে এত বছরেও আদালতের আদেশ বাস্তবায়নে তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত না-হওয়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ