পিরোজপুর প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে পিরোজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, সহকারী পরিচালক মো. মনির আহমেদ, সার্কেল এডজুডেন্ট মো. শফিকুল ইসলাম এবং ভিডিপির শতাধিক সদস্য।