হোম > ছাপা সংস্করণ

খেলার মাঠে পশুর হাট

সাইফুল মাসুম, ঢাকা

প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির খেলার মাঠে পশুর অস্থায়ী হাট বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বছরের অন্যান্য সময় এই মাঠেই খেলাধুলা করে অবসর কাটে স্থানীয় শিশু-কিশোরদের। কিন্তু হাটের কারণে কয়েক দিন ধরে খেলার সুযোগ পাচ্ছে না তারা।

এ নিয়ে আক্ষেপ করে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ফরহাদ মোল্লা জানায়, হাট শেষেও এই মাঠে দীর্ঘদিন খেলাধুলার অবস্থা থাকে না। কারণ, হাট শেষ হওয়ার পর কেউ মাঠ সংস্কার করে দেয় না। বাধ্য হয়ে এলাকার শিশু-কিশোরদেরই নিজেদের খেলার জন্য মাঠ ঠিক করে নিতে হয়।

তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠও এবার কোরবানির পশুর হাটের জন্য ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সরেজমিনে দেখা যায়, মাঠের উত্তর পাশের দেয়াল ভেঙে বানানো হয়েছে হাটের গেট। মাঠে বড় অংশজুড়ে রাখা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা গরু-ছাগল।

শুধু এই দুই মাঠে নয়—কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর আরও কয়েকটি খেলার মাঠে পশুর হাট বসিয়েছে সিটি করপোরেশন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নগর ভবনে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ঢাকার খেলার মাঠে আর কখনো পশুর হাট বা কোনো অনুষ্ঠান হবে না। অথচ এ বছর খেলার মাঠে হাট বসানোর ক্ষেত্রে ঢাকা উত্তরের চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

খোঁজ নিয়ে জানা গেছে, গাবতলী ও সারুলিয়ার স্থায়ী দুটি হাট ছাড়া ঢাকার দুই সিটিতে এবার অস্থায়ী হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএসসিসির ১০টির মধ্যে ৫টি অস্থায়ী হাটই বসেছে খেলার মাঠে। এগুলো হলো দনিয়া কলেজ মাঠ, উত্তর শাহজাহানপুর রেলওয়ে কলোনি খেলার মাঠ, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, ব্রাদার্স ক্লাব মাঠ (লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা)। আর ডিএনসিসির ৯টির মধ্যে একটি হাট বসেছে খেলার মাঠে, সেটি পলিটেকনিকের মাঠ।

তবে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের দাবি, খেলার মাঠে কোনো হাট বসানো হয়নি। তিনি বলেন, ‘আমি জানি মাঠের আশপাশে হাট বসেছে। এর ব্যত্যয় ঘটিয়ে কেউ মাঠে হাট বসালে আমরা ব্যবস্থা নেব।’

খেলার মাঠে পশুর হাটের ব্যাপারে জানতে চাইলে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই। বিষয়টি নিয়ে তিনি ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে একাধিকবার ফোন দিয়েও মাহে আলমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘খেলার মাঠে পশুর হাট বসার আগে ও পরে এলাকাবাসী খেলার মাঠের সুবিধা থেকে বঞ্চিত হয়। এ সময় মাঠের অনেক ক্ষতি হয়। মাঠের ওপর এমন অত্যাচার বন্ধ করতে হবে।’

হাটে ডিজিটাল লেনদেন উদ্বোধন
এদিকে ডিএনসিসি ৬টি কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেনের জন্য বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ভাটারা পশুহাটে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিজিটাল পেমেন্ট বুথের উদ্বোধন করেন। হাটগুলো হচ্ছে গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের পশুহাট।

উদ্বোধন অনুষ্ঠানে মাহে আলম বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডিএনসিসির ৬টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হলো। এই উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া/ফাটা নোট-সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ