হোম > ছাপা সংস্করণ

মাছ ধরা নিয়ে বিরোধে মারধর, বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে খোকন চন্দ্র শীল নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার রাত পৌনে ১০টায় দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নে মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মালুহার গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় গতকাল রোববার সকালে জিজ্ঞাসাবাদের জন্য লিপি (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। লিপি অভিযুক্ত সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী।

নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল বলেন, ‘বাড়ির সামনে খাল। সেখানে প্রতিবেশী সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরছিলেন। তাঁকে মাছ ধরতে নিষেধ করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে আমাকে মারধর শুরু করেন। এ ঘটনায় আমার বাবা ভাত খাওয়া অবস্থায় আমাদের বিবাদ থামাতে আসেন। তখন বাবাকে সঞ্জয় ও তাঁর স্ত্রী লিপি মারধর করেন। একপর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সকালে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল তৈরি করে বেলা ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার বিস্তারিত জানতে লিপিকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ