নেত্রকোনার কলমাকান্দায় আসাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার উপজেলা মোড়ে এই মানববন্ধন হয়। এলাকাবাসী এর উদ্যোগ নেয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শরাফ উদ্দিন, নুরুল ইসলাম, ছমির আলী, আব্দুল খালেক ও মানিক মিয়া। মানবন্ধনে নারী পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিসে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হন আসাদ। ঘটনটি ঘটেছে নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের বকাটিয়া পাড়ায়। কলমাকান্দা থানায় নিয়মিত মামলা হওয়ার পর পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে ।