হোম > ছাপা সংস্করণ

ভোটের ফলাফল পাল্টে ফেলার অভিযোগ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার ফুলছড়িতে সাধারণ সদস্যপদে ভোটের ফলাফল জালিয়াতি করে পরাজিত প্রার্থীকে জয়ী ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার জমা দেওয়া ফলাফলের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জানান এরেন্ডাবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার জমা দেওয়া ফলাফলে ওই পদে মোমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি কোনো অনিয়ম করেছেন কি না, এটা আমার জানা নাই। তবে নির্বাচনসংক্রান্ত সংক্ষুব্ধ যে কেউ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।’ এদিকে একই ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আবু বক্কর বিষয়টি তদন্ত করে সঠিক ফলাফল ঘোষণার দাবি করে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আনন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও গুনভরি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন এবং পোলিং এজেন্টদের ফলাফল সিট সরবরাহ করেন। সেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আবু বক্কর টিউবওয়েল প্রতীকে পান ৮৫০ ভোট ও মোমিনুল ইসলাম মোরগ প্রতীকে পান ৪১ ভোট।

এর আগেই চর চৌমহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক সুনীল কুমার বর্মণ তাঁর কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। সেখানে টিউবওয়েল প্রতীক পায় ৩৩ ভোট ও মোরগ প্রতীক পায় ৪৯৫ ভোট। দুই ভোটকেন্দ্রে একত্রে টিউবওয়েল প্রতীক পায় ৮৮৩ ভোট ও মোরগ প্রতীক পায় ৫৩৬ ভোট।

পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া ফলাফল অনুযায়ী মোরগ প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহসীন আলী অভিযোগের বিষয়ে বলেন, ‘আমি ভোটকেন্দ্রে যে ফলাফল ঘোষণা করেছি, তাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছি। ফলাফল জালিয়াতি করা হয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ