হোম > ছাপা সংস্করণ

ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার শাহমীরপুর বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান দিদারুলসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। এতে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকে যায়।

স্থানীয় বাসিন্দারা জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক খোঁজখবর নেন চেয়ারম্যান দিদারুল। পরে মোটরসাইকেলে করে নগরীর বাসায় ফেরার পথে শাহমীরপুর বাদামতল এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় তাঁর মোটরসাইকেল। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা।

বড় উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চেয়ারম্যান দিদারুলকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে দুর্বৃত্তরা। আঘাতে তাঁর একটি হাত ভেঙে গেছে। চেয়ারম্যানের সঙ্গে গাড়িতে থাকা যুবলীগের নেতা শহীদুল্লাহ্ ও পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ ফারুক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ