ঝিনাইদহে প্রায় এক কোটি তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের সোনাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আব্দুল্লাহ রোমান ও কুমিল্লার সিদ্দিকুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে এক ব্যক্তি সোনা নিয়ে ঢাকার তাতি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁকে ধরতে ঝিনাইদহ সদর থানার উপরিদর্শক (এসআই) ইমদাদুল হকের নেতৃত্বে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে চেকপোষ্ট বসানো হয়। দুপুর দুইটার দিকে একটি মোটরসাইকেলের গতি রোধ করে দুজনকে আটক করা হয়। সে সময় তাঁদের দেহ তল্লাসি করে কাগজে মোড়ানো সোনা উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সোনার ওজন প্রায় এক কেজি ১শ ৪৫ গ্রাম। যার মূল্য প্রায় এক কোটি তিন লাখ ৪০ হাজার টাকা।
এসআই ইমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সোনা নিয়ে রাজধানীর বিভিন্ন এলকায় পৌছে দেওয়ার কাজ করতেন।