হোম > ছাপা সংস্করণ

উত্ত্যক্তকারীদের হামলায় কিশোরের মৃত্যু

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভাটির জগতচর গ্রামে মা-বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় আহত আলম মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, হামলাকারীরা স্থানীয় কিশোর গ্যাংযের সদস্য। এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি ও হামলাকারীদের বিচার চেয়ে গত শুক্রবার এক মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। তবে পুলিশ বলছে অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য নয়। এ ঘটনায় আলমের ভগ্নিপতি থানায় মামলা করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে লক্ষীপুর থেকে ওয়াজ-মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজন বখাটে আলম মিয়ার মা-বোনদের দেখে নানারকম অশালীন অঙ্গ-ভঙ্গি করে।

এ ঘটনার প্রতিবাদ করে আলম মিয়া। কথাকাটাকাটি একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে বখাটেরা। এ সময় সে মাথায় আঘাত পায় এবং তার প্রচণ্ড রক্ত ক্ষরণ দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আলমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য নয়। আর এটা স্কুল-কলেজ থেকে আসা-যাওয়ার পথে কোনো ইভটিজিংয়ের ঘটনাও নয়।

গোলাম মোস্তফা আরও বলেন, এ ব্যাপারে গতকাল শনিবার সকালে আলমের ভগ্নিপতি সুজন থানায় মামলা করেন। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ