দোকানের সামনে ময়লা পড়ে থাকলে সেই দোকান এবং দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বিশেষ মশকনিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে বিভিন্ন দোকানের সামনে ময়লা পড়ে থাকতে দেখেন তিনি। পরে গাড়ি থেকে নেমে দোকান মালিকদের সাবধান করে দিয়ে মেয়র বলেন, ‘এরপর কোনো দোকানের সামনে ময়লা পাওয়া গেলে সেই দোকান সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে, দোকান মালিকের নামে মামলা করা হবে।’
দোকান মালিকদের উদ্দেশ মেয়র আতিক আরও বলেন, ‘যে যার দোকানের সামনের জায়গা পরিষ্কার রাখবেন। শহর শুধু আমার একার নয়, শহর সবার। শহর পরিষ্কার রাখার দায়িত্বও সবার।’ এ সময় মেয়র দাঁড়িয়ে থেকে সব দোকানের সামনে ময়লা পরিষ্কার করান।
পরে মশকনিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এই অভিযানে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে গতকাল থেকে ছয় দিনব্যাপী এ মশকনিধন অভিযান হাতে নিয়েছে ডিএনসিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, স্থানীয় কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু প্রমুখ।