পাবনায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন (৪৮)। তিনি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামের হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, ওই দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী হাতেম আলী হাঁসুয়া দিয়ে স্ত্রী আমেনা খাতুনকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনেরা উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে আমেনা খাতুনের মৃত্যু হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে।
সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী হাতেম আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে হত্যার কাজে ব্যবহৃত হাঁসুয়াটি জব্দ করা হয়েছে। নিহত আমেনা খাতুনের ময়নাতদন্ত হয়েছে। গতকাল শুক্রবার নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে স্বামী হাতেম আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় হাতেম আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’