হোম > ছাপা সংস্করণ

পাবনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী কারাগারে

পাবনা প্রতিনিধি

পাবনায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন (৪৮)। তিনি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামের হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানান, ওই দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী হাতেম আলী হাঁসুয়া দিয়ে স্ত্রী আমেনা খাতুনকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনেরা উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে আমেনা খাতুনের মৃত্যু হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী হাতেম আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে হত্যার কাজে ব্যবহৃত হাঁসুয়াটি জব্দ করা হয়েছে। নিহত আমেনা খাতুনের ময়নাতদন্ত হয়েছে। গতকাল শুক্রবার নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে স্বামী হাতেম আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় হাতেম আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ