বটিয়াঘাটায় পণ্যে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণের অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বেলা ১২টায় বটিয়াঘাটা বাজারে আমির পাটোয়ারির মুদির দোকানে মূল্য তালিকা না থাকার অভিযোগে ৫ হাজর টাকা, মুদি ব্যবসায়ী আবু হানিফ শেখকে এক হাজার পাঁচশত টাকা ও লিটন ঘোষের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণের অভিযোগে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল হাই সিদ্দিকী। এ সময় তাকে সহযোগিতা করেন বটিয়াঘাটা থানা-পুলিশের সদস্যরা। এমন অভিযানে এরঅকাবাসী খুশি বলে জানা গেছে।