ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ (ইউপি) একসময় ছিল কংগ্রেসের খাসতালুক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী—সবাই ইউপির মানুষের সমর্থন পেয়েছেন। কিন্তু সেই ইউপিতেই এখন সবেচেয়ে দুর্বল কংগ্রেস।
এবার ইন্দিরার নাতনি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সেই দুর্বলতা দূর করে ইউপি থেকেই দলকে শক্তিশালী করার চ্যালেঞ্জ নিয়েছেন। বিজেপিশাসিত রাজ্যটিতে ভোট ফেব্রুয়ারি-মার্চে। ভোট সামনে রেখে প্রিয়াঙ্কা চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য। নারীদের বাড়তি গুরুত্ব দিয়ে বাজিমাত করতে চাইছেন তিনি। বলছেন, আমি নারী। তাই লড়াই করতে জানি। প্রিয়াঙ্কার ঘোষণা, কংগ্রেসের ৪০ শতাংশ প্রার্থীই হবে নারী।