হোম > ছাপা সংস্করণ

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশাচালক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’—এ স্লোগানে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার চরহাজারী ইউনিয়নের একটি ধানখেত থেকে গত ৩১ জানুয়ারি বলরাম মজুমদারের লাশ উদ্ধার করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ সময় কাদের মির্জা নিরীহ অটোচালক বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক দিন আগে আরেকজন পুলিশ সদস্য অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এখানেও পুলিশ জড়িত থাকতে পারে।

কাদের মির্জা বলেন, ‘বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছিল। কিন্তু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন সময় সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে ধারা থেকে বিচ্যুতি ঘটানো হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবেন না। সংবিধান থেকে চাইলেও রাষ্ট্রধর্ম বাদ দেওয়া সম্ভব নয়। পরে নিহতের মা ঝরনা রানীর হাতে ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক বাবু অরবিন্দ ভৌমিক, কোম্পানীগঞ্জ পূজা উদ্‌যাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শংকর ভৌমিক, কবিরহাট হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রতাপ ভৌমিক, কোষাধ্যক্ষ গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা অবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। আগামী ১০ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের বকশি ব্যাপারী বাড়ির সামনের ধানখেত থেকে অটোরিকশাচালক বলরামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ