প্রতি সপ্তাহে নতুন সিনেমা ও ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
কলিংবেল (বাংলা সিরিজ ‘প্রচলিত’)
অভিনয়: সাদিয়া আয়মান, বায়োজিদ হক, শাহানা রহমান সুমি প্রমুখ
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: সদ্য বিবাহিত দম্পতি অ্যানা (সাদিয়া) ও রিচার্ড (বায়োজিদ) একটি ফ্ল্যাট ভাড়া নেয়। প্রতিদিন একই সময়ে বেজে ওঠে ফ্ল্যাটের কলিংবেল। কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না তারা। বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হয় তাদের মধ্যে। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় অপ্রত্যাশিত কিছু সত্য।
পর্ণশবরীর শাপ (বাংলা সিরিজ)
অভিনয়: চিরঞ্জিত চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: চার বন্ধু বেরিয়েছে ভ্রমণে। তাদের মধ্যে দুই বন্ধুর মনে হয়, কেউ তাদের অনুসরণ করছে। এরপর নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সঙ্গে। এ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ভাদুড়ি মশাইয়ের কাছে যায়। ভাদুড়ি মশাই সংস্কৃতের অধ্যাপক। বয়স ষাটের কোঠায়। একই সঙ্গে তন্ত্রসাধক। তার কাছে কি সমাধান পাবে তারা? এ প্রশ্ন সামনে রেখে এগিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পর্ণশবরীর শাপ সিরিজের গল্প।
পিপ্পা (হিন্দি সিনেমা)
অভিনয়: ইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: সিনেমাটির গল্প ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে। ৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতাকে ঘিরে এগিয়েছে গল্প, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর ভাইয়ের সঙ্গে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন।
দ্য কিলার (ইংরেজি সিনেমা)
অভিনয়: মাইকেল ফ্যাসবেন্ডার, টিল্ডা সুইনটন, আরলিস হাওয়ার্ড
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ঠান্ডা মাথার এক পেশাদার খুনি অনেক দিন ধরে তার পরবর্তী টার্গেটের জন্য অপেক্ষা করছে। কিন্তু দিন যত গড়াচ্ছে, ততই তার মনে হচ্ছে, ধৈর্য হারিয়ে ফেলছে সে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার।