হোম > ছাপা সংস্করণ

কান্না ভাইরাল হওয়া শিশু পেল প্রধানমন্ত্রীর উপহার

নওগাঁ প্রতিনিধি

হাসপাতালের স্ট্রেচারে চাদরে মোড়ানো বাবার নিথর মরদেহ। তার পাশেই অঝোরে কাঁদছে ছোট্ট শিশু মরিয়ম। আর বলছে, ‘আমার আব্বু কথা বলে না কেন, আব্বুকে কেউ জাগিয়ে তোলো। বাবা কি মারা গেছে, আর কি কথা বলবে না।’ এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় গত বছরের জুলাই মাসে।

সেই কান্না ভাইরাল হওয়া শিশু মরিয়ম নওগাঁর পোরশা উপজেলার কলোনিপাড়ার মুজিবর রহমানের মেয়ে। শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে সেদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবা মুজিবর রহমান মারা যান। তিনি ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন স্ত্রী তানজিলা বেগম।

সে সময় জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে মুজিবরের পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অনেকেই এগিয়ে আসেন সহযোগিতা করতে। এবার পরিবারটি পেল প্রধানমন্ত্রীর উপহার।

গত শনিবার বিকেলে উপজেলার নীতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর কলোনীবাজার গ্রামে যান নওগাঁর জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের দুটি গাভি, দুটি বাছুর ও এক মাসের গোখাদ্য তিনি তুলে দেন তানজিলার হাতে। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে গরু রাখার জন্য বাড়ির সঙ্গে একটি শেডও তৈরি করে দেওয়া হয়েছে।

মরিয়মের মা তানজিলা বেগম জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার পেয়ে খুশি তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, তাঁরা চেয়েছিলেন, এই পরিবারের জন্য স্থায়ীভাবে আয়বর্ধক কিছু একটা করে দিতে। সেই সিদ্ধান্ত থেকে অসহায় পরিবারটিকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া মরিয়মের মায়ের জন্য বিধবা ভাতারও ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ