ফেসবুকে হামাগুড়িয় দিয়ে চলার ভিডিওচিত্র পোস্ট করার পর হুইলচেয়ার পেয়েছে সরাইলের রুহুল (৮) নামের এক প্রতিবন্ধী শিশু। গতকাল রোববার সকালে উপজেলার অরুয়াইল বাজারে তাকে হুইলচেয়ার দেন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের উপদেষ্টা প্রভাষক এলাই মিয়া।
এ সময় অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, সাংবাদিক এম মনসুর আলী ও মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, সম্প্রতি গরিবের বন্ধু ফাউন্ডেশনের এক সদস্য প্রতিবন্ধী রুহুলের হামাগুড়ি দিয়ে চলার একটি ভিডিও ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি সংগঠনের দাতা সদস্য জয়নাল হোসেন জনি ও দুই প্রবাসীর নজরে এলে তাঁরা তিনজনে মিলে রুহুলকে হুইলচেয়ারটি কিনে দেন।
প্রতিবন্ধী রাহুলের মা কুহিনুর বেগম বলেন, ‘হুইলচেয়ার কেনার সামর্থ্য আমাদের নেই। বিভিন্ন জায়গায় একটি হুইলচেয়ারের জন্য ঘুরেছি। কেউ দেয়নি। আজ ছেলের জন্য হুইলচেয়ার পেয়ে আমি খুব খুশি হয়েছি।’