হোম > ছাপা সংস্করণ

ভিসা সহজীকরণে ব্যবস্থা নেওয়া হবে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘দুই দেশের জনসাধারণের চলাচলে ভিসা সংক্রান্ত সমস্যা ও ভিসা সহজীকরণ এবং বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যবস্থা নেওয়া হবে।’ গত সোমবার রাত সাড়ে ৮টায় রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেলের কনফারেন্স রুমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর সফর করার কথা ছিল তাঁর। পরবর্তীতে তিনি সফর বাতিল করে রংপুরে সভা করেন।

হাইকমিশনার দোরাইস্বামী আরও বলেন, ‘ভারতের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের রেল যোগাযোগ স্থাপন ও ভারতের চ্যাংড়াবান্দা শুল্ক স্টেশনে অবকাঠামোর উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পবন ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাতসহ বেশ কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ