বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘দুই দেশের জনসাধারণের চলাচলে ভিসা সংক্রান্ত সমস্যা ও ভিসা সহজীকরণ এবং বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যবস্থা নেওয়া হবে।’ গত সোমবার রাত সাড়ে ৮টায় রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেলের কনফারেন্স রুমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর সফর করার কথা ছিল তাঁর। পরবর্তীতে তিনি সফর বাতিল করে রংপুরে সভা করেন।
হাইকমিশনার দোরাইস্বামী আরও বলেন, ‘ভারতের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের রেল যোগাযোগ স্থাপন ও ভারতের চ্যাংড়াবান্দা শুল্ক স্টেশনে অবকাঠামোর উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পবন ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাতসহ বেশ কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি উপস্থিত ছিলেন।