দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে হালুয়াঘাট ও ভালুকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। এর মধ্যে গতকাল সোমবার সকালে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুরোনো বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানান।
এদিকে ভালুকায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার বেলা ১১টার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়।
বিএনপি নেতা খালেকুজ্জামান তালুকদার হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মোর্শেদ আলম। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহ্ উদ্দিন আহম্মেদ, সিরাজুল ইসলাম ঢালী, নাসির উদ্দিন সরকার, মো. হাতেম খান, আইয়ুব আলী কমান্ডার, আবু সাঈদ জুয়েল, মোস্তাফিজুর রহমান মামুন, মো. আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান মনির প্রমুখ।