জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলার ১২ জন জনপ্রতিনিধি জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা যোগদান করেন।
জলঢাকা পৌরসভার ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর জাতীয় পার্টিতে যোগদান করায় তাঁদেরও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।