সাভারের আশুলিয়ার ডেন্ডাবরে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. জিন্নাতকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বৃহস্পতিবার বিকালে শেরপুরের সদর উপজেলার চাপাতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর ভুক্তভোগী শিশুর বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী জিন্নাত ভুক্তভোগীকে তার ফাঁকা বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত জিন্নাত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামি গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে।
র্যাব-৪ এর অপারেশন কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’