হোম > ছাপা সংস্করণ

বাগান রক্ষা করতে গিয়ে হামলার শিকার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাগানের ফলদ চারা রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলা সদরের চাকঢালা মেহেরপুরের ভাল্লুকমারা ঝিরি এলাকায় ওই হামলা হয়। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলায় আহত মীর মোহাম্মদ (৫৫) ও নুর আহমদ (৬৫)। তাদের একজনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে, অপরজনক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরা হলেন আলী হোসেন (৬২) ও আবদুর রহমান (৪২)। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

পুলিশ জানান, হামলার পর খবর পেয়ে রাতেই আসামি আলী হোসেনের বাড়ি থেকে বৃদ্ধ নুর আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। রাতেই এ বিষয়ে থানায় মামলা হয়।

হামলার শিকার নুর আহমদ বলেন, ভাল্লুকমারা ঝিরি এলাকায় প্রবাসী আবদুল গফুরের বড় ফলদ বাগান আছে। ৫ মাস আগে এখানে এতে কমলা, লিচু, আম, মাল্টা, কুলসহ প্রায় ১০ হাজার চারা রোপণ করে তার লোকজন।

কিন্তু প্রতিবেশী আলি হোসেনের সঙ্গে বাগান নিয়ে বিরোধ তৈরি হয়। গত বুধবার রাত ১২টার পর লোকজন নিয়ে প্রায় ৫০০ চারা কেটে ফেলে। বাধা দিতে গেলে তাঁরা দা ও লাঠি নিয়ে হামলা করে। এর আগে আলি হোসেন বাগানের অন্তত সাড়ে ৪ হাজার চারার গোড়ায় লবণ দিয়ে মেরে ফেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে হামলার শিকার একজনকে রাতেই উদ্ধার করে পুলিশ। মামলার পর প্রধান ২ আসামি গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ