হোম > ছাপা সংস্করণ

ছয় বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি

কবরীর ‘আয়না’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জ্যোতিকা জ্যোতি। এরপর সিনেমার চেয়ে টিভি নাটকেই বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি। নাটকে নিয়মিত অভিনয়ের ফাঁকে কাজ করেছেন ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’, ‘লাল মোরগের ঝুঁটি’র মতো ভিন্নধর্মী সিনেমাগুলোতে। তবে বছর ছয়েক আগে হঠাৎ করেই জ্যোতিকা জ্যোতি নাটক ছাড়ার ঘোষণা দেন।

ছয় বছর পর আবারও টিভির পর্দায় ফিরছেন জ্যোতি। অভিনয় করছেন ‘এপার ওপার’ নামের একটি ধারাবাহিক নাটকে। মঙ্গলবার থেকে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। পারভেজ আমিন পরিচালিত এ নাটকে জ্যোতি অভিনয় করছেন কল্পনা শিকদার চরিত্রে। প্রচার হবে বিটিভিতে। জ্যোতি বলেন, ‘গল্প, চরিত্র, পরিচালক—সব মিলিয়ে আমার ভালো লেগেছে বলেই কাজটা করা। সিনেমার ফাঁকে শিডিউলও মিলে গেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি, যা আমার কাছে একদম নতুন।’

নিয়মিত সিনেমায় অভিনয় করার জন্যই নাটক ছেড়েছিলেন জ্যোতি। তবে গত কয়েক বছরে সিনেমায়ও নিয়মিত দেখা যায়নি তাঁকে। পর্দায় তাঁর অনিয়মিত উপস্থিতির কারণে অনেকে এটাও ধরে নিয়েছেন, হয়তো মিডিয়াই ছেড়ে দিয়েছেন  জ্যোতি। তিনি বলেন, ‘শুধু সিনেমাই করব, এই ভেবে নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েন্সাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কেউ কেউ অবশ্য ইচ্ছাকৃতভাবে এমনটা প্রচারও করে বেড়াচ্ছে। সবার উদ্দেশে বলতে চাই, আমি আছি, হারাইনি। অভিনয়ই আমার পেশা।’

মুক্তির অপেক্ষায় আছে জ্যোতিকা জ্যোতি অভিনীত দুটি সিনেমা—সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। সম্প্রতি আরও দুটি নতুন সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছেন জ্যোতি। একটি সরকারি অনুদানের, যেটির বিস্তারিত জানাবেন কয়েক দিন পরে। অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ