শেরপুরের শ্রীবরদীতে ছয় বছরের এক শিশুকে নিপীড়নের অভিযোগে কালাম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে খামারিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। কালাম মিয়া পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালাম মিয়া ও শিশুটির বাড়ি কাছাকাছি হওয়ায় দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। ২-৩ দিন আগে ওই শিশুকে বেড়ানোর কথা বলে নিয়ে নিপীড়নের করে।
পরে শিশুটি তার মাকে ঘটনা বলে। গত বুধবার রাতে মেয়ের মা ফ্রিজ নষ্টের কথা বলে কালামকে বাড়িতে ডেকে নিয়ে আসে। এ সময় কালাম ঘরের ভেতরে যাওয়া মাত্রই বাইরে থেকে দরজা বন্ধ করে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।