কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে নিহত কাউন্সিলর সোহেল ও হরিপদের পরিবার। গতকাল বুধবার কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় নিহত কাউন্সিলরের বড় ছেলে সৈয়দ নাদিম, ভাই সৈয়দ রোমান ও মোহাম্মদ হানিফ মিয়াসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তাঁরা জানান, গত ২২ নভেম্বর প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে কুসিক কাউন্সিলর ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সোহেল ও তাঁর সহযোগী হরিপদকে হত্যা করা হয়। এ সময় আরও কয়েকজন গুলিতে আহত হন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় এখনো আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় নগরীর আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটবে। এলাকার থমথমে পরিবেশ ও আতঙ্কিত পরিবারের নিরাপত্তার অনুরোধ করা হয়।
এ বিষয়ে কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ ঘটনার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে হবে। আমার ভাইয়ের হত্যার পর বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের পরিবার উদ্বিগ্ন। তাই আমাদের নিরাপত্তা চেয়ে ও হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।’