মনোনয়নপত্র জমার শেষ মুহূর্তে বাসাইল উপজেলার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। ইউপি দুটি হচ্ছে ফুলকি ও কাউলজানী। তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল গতকাল বৃহস্পতিবার। আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানা গেছে, গত শনিবার উপজেলার চারটি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এতে ফুলকি ইউপিতে শাহীন তালুকদার এবং কাউলজানী ইউপিতে আতাউল গনি হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মনোনয়ন চূড়ান্তের ৪ দিন পর গত বুধবার শেষ মুহূর্তে দলের মনোনয়ন বোর্ড পুনরায় বিবেচনা করে এ দুই ইউপিতে দলীয় মনোনয়ন পরিবর্তন করে।
এতে ফুলকি ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদারের পরিবর্তে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম তালুকদার এবং কাউলজানী ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি হাবিবের পরিবর্তে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।