প্রয়াত গীতিকবি, পরিচালক, প্রযোজক ও কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে ১২ সেপ্টেম্বর স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং গীতিকবি সংঘ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিক উজ্জামান, শিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, ওস্তাদ ইয়াকুব আলী খান, ফোয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, নকীব খান, গীতকবি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি লিটন অধিকারী রিন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মাজহারুল আনোয়ারের পরিবারের সদস্যসহ অনেকেই।