ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার দুই সহযোগী শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই মামলা থেকে খালাসের রায় বাতিল করে কেন তাঁদের সাজা দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। দুই বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
তবে কত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে, তা নির্দিষ্ট করে দেননি আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, রায়ের লিখিত আদেশে আত্মসমর্পণের সময় উল্লেখ থাকবে।
এর আগে গত ৯ নভেম্বর ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের এ মামলায় রায় দেন বিচারিক আদালত। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ঋণ নিয়ে আত্মসাতের দায়ে চার বছর এবং মানি লন্ডারিংয়ের আরেক ধারায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে তাঁকে সব মিলিয়ে সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান আইনজীবীরা। একই সঙ্গে এস কে সিনহার ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া মামলার অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুই আসামি টাঙ্গাইলের শাহজাহান ও নিরঞ্জনকে খালাস দেন আদালত। ২০ ডিসেম্বর দুজনের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক।