বিএনপির খুলনা নগর কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেছেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর কিছু হলে সরকার এর জন্য দায়ী থাকবে।’
গতকাল বুধবার বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে সদ্য ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।
শফিকুল আলম মনা আরও বলেন, ‘খালেদা জিয়ার কিছু হলে দেশের জনগণ এই সরকারকে ক্ষমা করবে না।’ এ সময় তিনি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘খুলনার দুটি আহ্বায়ক কমিটি ঘোষণার পর তাঁরা সাংগঠনিক কাজ শুরু করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে নগর ও জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নগর ও জেলার সকল থানা এবং ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে। দল পুনর্গঠন করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এই কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রাখবে।’
শফিকুল আলম জানান, কেন্দ্রঘোষিত এই আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।