সখীপুর ও কালিহাতীতে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি ৩য় রাউন্ড) কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা হয়।
সখীপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুস সোবহান এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে রুমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল্লাহ প্রমুখ।