মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির ছিল সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন। তবে নীরবতা কাটিয়ে ফের মুখরিত হলো জেলা শিল্পকলা একাডেমি। গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকার মলয় ভৌমিকের ‘প্রতিপক্ষ’ মঞ্চ নাটক হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী সনজিত কুমার দের নির্দেশনায় ৪৫ মিনিটের নাটকটি হয় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে।
প্রসেনিয়াম থিয়েটারের সপ্তম মঞ্চ প্রযোজনা নাটক ‘প্রতিপক্ষ’ প্রথমবারের মতো মঞ্চায়ন হয়। সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের ১৪ জন কুশিলবেরা প্রতিপক্ষ নাটকটি মঞ্চস্থ করে ৪৫ মিনিট মাতিয়ে রাখে পুরো মঞ্চ।
নাটক শেষে প্রসেনিয়ামের অষ্টাদশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অভিনয় ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিলেট নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্যব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক পংকজ দে, কবি ও সাংবাদিক শামস শামীম, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক প্রমুখ।