হোম > ছাপা সংস্করণ

চালের উৎপাদন দ্রুত বাড়াতে রোডম্যাপ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চালের উৎপাদন দ্রুত বাড়াতে রোডম্যাপ প্রণয়ন করবে সরকার। এজন্য ধানের উচ্চ উৎপাদনশীল জাতগুলো আবাদে কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

গতকাল সচিবালয়ে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের ধান আবাদ বৃদ্ধি-সংক্রান্ত এক সভা শেষে এ তথ্য জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, এ বছর আউশ, বোরো ও আমনে রেকর্ড উৎপাদন হয়েছে। সরকারি মজুতও সর্বকালের সর্বোচ্চ। তার পরেও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় চালের মূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে দ্রুত চালের উৎপাদন বাড়াতে হবে। এটি করতে হলে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের আবাদ বাড়াতে হবে। সে লক্ষ্যে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে, যাতে করে এক-দুই বছরের মধ্যে উৎপাদন অনেক বৃদ্ধি করা যায়।

দিনদিন কৃষিজমি কমে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, চালের উৎপাদন বাড়াতে গেলে নতুন উদ্ভাবিত উচ্চ উৎপাদনশীল জাতগুলোকে দ্রুত মাঠে নিয়ে যেতে হবে এবং সুপার হাইব্রিডের চাষ বাড়াতে হবে। এ ছাড়া পাহাড়, হাওর, উপকূলসহ প্রতিকূল এলাকায় ধানের চাষ সম্প্রসারণ করতে হবে। সেজন্য আগামী বোরো, আউশ, আমন মৌসুমে ধানের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

এ সময় চালের চাহিদার সঠিক পরিসংখ্যানের ওপর গুরুত্বারোপ করে ন কৃষিমন্ত্রী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ