মাধবপুর উপজেলার রেজাউল করিম (৪২) নামের এক সুইং অপারেটরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নোয়াপাড়ার ইউনিয়নের সায়হাম নিট কম্পোজিট লিমিটেডে একটি কোয়ার্টার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি পাবনা জেলার দক্ষিণ রাম চন্দ্রপুর এলাকার শুক্কুর আলীর ছেলে।
রেজাউল করিমের মেয়ে মোছা. স্বর্না আক্তার বলেন, বাবার সঙ্গে ওই কক্ষে আরও তিনজন অপারেটর থাকতেন। তাঁরাই বাবাকে হত্যা করে পালিয়ে গেছেন। বাবার সঙ্গে আমাদের শেষ কথা হয় গত ২১ নভেম্বর।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে প্রায় তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন নেই। তার কক্ষের বাকিরা কেউ পালিয়ে যায়নি। তাদের সঙ্গে কথা হয়েছে।