সাবান ছাড়া শুধু লেবু দিয়েও ওভেন পরিষ্কার করতে কয়েকটি টিপস জেনে নিতে পারেন।
একটি লেবু ৮ টুকরো করে কাটুন। এরপর একটি বাটিতে এক কাপ পনিতে লেবুগুলো চিপে নিন। রসসহ টুকরোগুলো দিয়ে ওভেনে তিন মিনিট গরম করে নিন। ঠান্ডা হলে একটি টাওয়েল লেবুর রসে দিয়ে চেপে নিন। এরপর ওভেনের ভেতরটা মুছে নিন।
লেবু পানির মিশ্রণে ২ টেবিল চামচ ভিনেগার দিয়েও ওভেন মুছে নিতে পারেন।
দাগ যেতে না চাইলে বেকিং সোডার গুঁড়ো দিন। এরপর লেবুর রসে ভেজানো টাওয়েল দিয়ে গুঁড়োগুলো ঘষতে থাকুন। দাগ চলে যাবে।