হোম > ছাপা সংস্করণ

অপরিকল্পিত বাড়ি নির্মাণে কমছে ফসলি জমি

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলায় অপরিকল্পিত বাড়িঘর ও রাস্তাঘাট নির্মাণে আবাদি ফসলের জমি ক্রমান্বয়ে কমছে। বাড়ছে জলাবদ্ধতা। এতে উপজেলায় বাসিন্দাদের ভোগান্তি বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন কমছে।

সরেজমিন জানা গেছে, প্রতিবছর উপজেলায় ১ থেকে ২ হেক্টর আবাদি জমি কমছে। বাড়ি ঘর নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান কোনো আইন মানা হচ্ছে না। আর অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণে আশপাশের জমিতে জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হচ্ছে।

এদিকে প্রতি বছর পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যৌথ পরিবার ভেঙে আলাদা হয়ে যায়। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই বিকল্প জমি না থাকায় ফসলের জমিতে বাড়িঘর নির্মাণ করা হয়। আবার ফসলের জমি, মাঠঘাট, ছোট খাল, ডোবা, পুকুর ভরাট করে মার্কেট ও ইটভাটা, পেট্রলপাম্প, ক্লিনিক নির্মাণ করা হয়েছে। বছর ঘুরে এলেই ফসলের জমিতে একেকটি নতুন গ্রাম, পাড়া বা মহল্লা গড়ে উঠছে। গত ৩ থেকে ৪ বছরের মধ্যে উপজেলা সদরের গ্রামগুলোতে কয়েক হাজার একরের ফসলের মাঠ প্রায় পুরোটাই এখন নতুন একটি গ্রামে পরিণত হয়েছে। সেখানে বড় বড় দালান ও বাড়িঘর নির্মাণ হয়েছে।

উপজেলার আরকরার বাক গ্রামের সেলিম মিয়া বলেন, ‘সংসার বড় হয়েছে। ছেলেদের ঘরের নাতি-পুতিরাও বড় হয়ে গেছে। সে জন্য ফসলি জমিতে নতুন ঘর তৈরি করতে হচ্ছে।’

কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামের আবু তাহের বলেন, ‘পৈতৃকসূত্রে পাওয়া জমিতে ঘর তৈরি করছি। কারণ আমার ও সংসার বড় হয়ে গেছে।’

চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রধান শিক্ষক শিব প্রসাধ বলেন, ফসলের জমিতে বাড়িঘর নির্মাণের প্রবণতা এখনই ঠেকাতে হবে। পাশাপাশি বিদ্যমান বাড়িঘর নির্মাণের সরকারি নীতিমালা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ভূমিকা নিতে হবে।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো নাছির উদ্দিন বলেন, বাড়িঘর নির্মাণের ফলে প্রতি বছর ১ থেকে ২ হেক্টর করে ফসলের জমি কমছে। এর প্রভাব বার্ষিক ফসল উৎপাদনের ওপর পড়ছে। বাড়িঘর নির্মাণের নীতিমালা বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে পড়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ